Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য
  • মোট পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষীর সংখ্যা - ১২৫০জন।
  • উচ্চ ফলনশীল(উফশী)পাট ও পাট বীজ উৎপাদনে পাট চাষীদের উদ্ধুধকরন।
  • নাবী পদ্ধতিতে(উফশী) পাপ বীজ উৎপাদনে চাষীদের উদ্ধুধকরন।
  • রিবন রেটিং পদ্ধতিতে (উফশী) পাট পচনের চাষীদের উদ্ধুধকরন।
  • প্রকল্পভূক্ত পাট চাষীদের উফশী পাট ও পাট বীজ উৎপাদনে চাষাবাদ কলকৌশল,পাট ফসলের পোকা মাকড় ও রোগবালাই ধমন ‍উন্নত পদ্ধতিতে পাট পচন,পাটের শ্রেনী বিন্যাস,পাট বীজ কত্তন মাড়াই, শুকানো ও সংরক্ষন কলাকৌশল সম্পর্কে পরামর্শদান সাপেক্ষে উন্নত পাট ও পাট বীজ উৎপাদন বৃদ্ধি করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করা । এ লক্ষ্যে প্রকল্পভূক্ত পাট চাষীদের মধ্যে পাট বীজ,রাসায়নিক সার,কীট নাশক এবং রিবনার ও স্প্রে-মেশিন বিনা মূল্যে বিতরণসহ প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদান ইত্যাদি।